দেশের অভ্যন্তরে ৭টি বিভাগ এবং ৬৪টি জেলার মোট ৬৯টি অফিস থেকে এমআরপি প্রদান এবং ৭টি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে এমআরভি প্রদান।
বিদেশে ৬৫টি দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইং স্থাপন এবং তন্মধ্যে ১৫টি দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইং এ অধিদপ্তরের জনবল পদায়ন করে এমআরপি ও এমআরভি প্রদান।
ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারী সেন্টার (ডিআরসি) ও পাসপোর্ট পার্সোনালাইজেশন সেন্টারের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং সমস্ত পাসপোর্টের তথ্য ডিআরসিতে সংরক্ষিত আছে।
পাসপোর্ট আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য অন-লাইনে ভেরিফিকেশনের জন্য অন-লাইন কানেক্টিভিটি স্থাপন।
এমআরপি আবেদনকারীদের জরুরি সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ সম্পর্কিত তথ্য প্রদান।
৭০টি এসবি/ডিএসবি অফিসে অন-লাইনে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অন-লাইন কানেক্টিভিটি স্থাপন।
অধিদপ্তরের কেন্দ্রীয় ডাটা সেন্টারের সাথে দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) এর কানেক্টিভিটি স্থাপন।
আউটসোর্সিং এর মাধ্যমে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এ প্রবাসী বাংলাদেশীদের এমআরপি প্রদান।
ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ওয়ান ব্যাংকের মাধ্যমে অন-লাইনে এমআরপি ফি গ্রহণ।
প্রতিটি আঞ্চলিক অফিসের পক্ষে ফেসবুক পেজ চালু এবং সোশ্যাল মিডিয়া আড্ডা আয়োজন।
অন-লাইনে ফরম্ পূরণের সুবিধা থাকায় নাগরিকগণ সহজেই নিজের তথ্য পাসপোর্টের আবেদনে অন্তর্ভূক্তির সুযোগ পাচ্ছেন।
২০১৬ সাল থেকে প্রতিবছর সফলভাবে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্যাপন, যার মাধ্যমে পাসপোর্ট সেবা আরো উৎকর্ষ লাভ করেছে।